718-297-3220 | 718-297-3226 rrmedcarepc@gmail.com
নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় প্রবাসীদের নির্ভরতার নাম R & R মেডিক্যাল কেয়ার পি.সি

R&R Medical Care | New Yorkনিউইয়র্কের কুইন্সের বাঙালি অধ্যুষিত জ্যামাইকা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে R & R মেডিক্যাল কেয়ার পি.সি। চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় পেশাদারিত্ব, আন্তরিকতা এবং মাতৃভাষায় পরিষেবার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ২০১০ সালের ডিসেম্বর থেকে পথচলা শুরু করে।

প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন চিকিৎসক দম্পতি ডা. মো. ইউসুফ আল মামুন এবং ডা. নাহরীন মামুন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তারা বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে উচ্চমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন, পাশাপাশি স্থানীয় আমেরিকান রোগীরাও তাদের সেবায় সন্তুষ্ট।

R & R মেডিক্যাল কেয়ার পি.সি.-তে রোগীদের সম্পূর্ণ শারীরিক পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনধারার পরামর্শ দেওয়া হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাঁপানি, সিওপিডি, আর্থরাইটিসসহ নানা দীর্ঘমেয়াদি রোগের নিয়মিত চিকিৎসা এখানে অত্যন্ত যত্নসহকারে করা হয়। এছাড়াও স্কুল, কলেজ, চাকরি, অস্ত্রোপচার এবং ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিদিনের রোগনিরীক্ষার অংশ হিসেবে এখানে প্যাপ স্মিয়ার, রক্ত পরীক্ষা, ইসিজি, গর্ভাবস্থা পরীক্ষা, প্রস্রাব ও টিবি পরীক্ষা, দৃষ্টি পরীক্ষা এবং বিভিন্ন ভ্যাকসিন প্রদান সেবা চালু রয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারছেন এবং পাচ্ছেন মাতৃভাষায় সরাসরি চিকিৎসা পরামর্শ।

ডা. মো. ইউসুফ আল মামুন বলেন, “আমরা প্রবাসী বাংলাদেশি ও আমেরিকায় অবস্থানরত যেকোনো মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। সকল ধরনের ইন্সুরেন্স গ্রহণ করি। কারো অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় রেফারেন্স ও পরামর্শ দেই। চিকিৎসার পাশাপাশি রোগীদের সচেতনতা বাড়াতে আমরা নিয়মিত কাউন্সেলিংও করে থাকি।”

উল্লেখ্য, তিনি ২০১২ সাল থেকে কুইনস হাসপাতাল সেন্টারের মেডিসিন ডিপার্টমেন্টে *সহকারী অধ্যাপক* হিসেবে পূর্ণকালীন কর্মরত রয়েছেন।

এদিকে, ডা. নাহরীন মামুন বলেন, “আমরা মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা, যেমন অনিয়মিত মাসিক, সংক্রমণ বা অন্যান্য গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ করি। জটিল পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করি। আমাদের লক্ষ্য হলো – মহিলারা যেন নিরাপদ ও সাশ্রয়ী চিকিৎসা পান, মাতৃভাষায় বুঝে নিতে পারেন নিজের স্বাস্থ্যসংক্রান্ত দিকগুলো।”

R & R মেডিক্যাল কেয়ার পি.সি. সপ্তাহে ছয় দিন খোলা থাকে। রবিবার বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে অনলাইন বা টেলিফোন সেবার মাধ্যমে চিকিৎসা পাওয়া যায়।
নির্ভরযোগ্য সেবা, পেশাদারিত্ব এবং মানবিক মনোভাবের জন্য ‘R & R মেডিক্যাল কেয়ার পি.সি.’ আজ নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় এক সুপরিচিত নাম।

ঠিকানা: ৮৭-৩১, ১৬৮ প্লেস, কুইন্স, জ্যামাইকা, নিউইয়র্ক
ফোন: ৭১৮-২৯৭-৩২২০, ৭১৮-২৯৭-৩২২৫
ওয়েবসাইট: http://www.drmamoon.com

Prothom Alo